ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে জাসদের কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
ফেনীতে জাসদের কমিটি গঠন

ফেনী: ফেনীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নতুন কমিটি গঠিত হয়েছে। ৫৭ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিতে ইঞ্জি. সফিউদ্দিন আহমেদ বেলালকে সভাপতি ও এডভোকেট আবুল কাশেমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।



শনিবার দুপুরে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে দলটির জেলা সম্মেলনের পর রাতে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলার সকল কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আগামী ২ বছরের জন্য এ কমিটি ঘোষিত হয়।

নবগঠিত কমিটির সভাপতি ইঞ্জিঃ সফিউদ্দিন আহমেদ বেলাল হোসেন বাংলানিউজকে জানান, পূর্ণাঙ্গ কমিটি খুব অল্প সময়ের মধ্যেই প্রকাশ করা হবে।

দলের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।