ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে যুবদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
দিনাজপুরে যুবদল নেতা গ্রেফতার

দিনাজপুর: দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোন্নাফ মুকুলকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে ১৬টি মামলা রয়েছে।


 
শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপশহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।  
 
মোন্নাফ মুকুল দিনাজপুর সদরের ২ নং উপশহরের মৃত মকবুল হোসেনের ছেলে।  
 
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  
 
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মোন্নাফ মুকুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে ১৬টি মামলা রয়েছে।  
 
তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি আছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হবে।  
 
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।