ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

রায়পুরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
রায়পুরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাহিদুল ইসলাম মাদুকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

শনিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রায়পুর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ এলাকার দেবীপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যা করতে যুবলীগ নেতা মাহিদুলকে কুপিয়ে জখম করেছে বলে দাবি করেছেন রায়পুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাসেল।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।