ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের বিচার করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
‘ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের বিচার করতে হবে’ ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান।

রোববার ( ০৬ ডিসেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।



তিনি বলেন, ধর্মের নামে ১৯৭১ সালে মানুষ হত্যা ও মা-বোনদের সম্ভ্রমহানী করেছিল মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিরা। তারা এখনও মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে ভূলুন্ঠিত করার পায়তারা করছে। একই সঙ্গে তারা দেশের উন্নয়নকেও ব্যহত করতে নানা ষড়যন্ত্র করছে।
 
স্বাধীনতার বিপক্ষের শক্তিকে দানব আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, মানব ও দানব এক সঙ্গে বাস করতে পারে না। তাহলে পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেতো।
 
পাকিস্তানি মানবাধিকার কর্মী ও আইনজীবী আসমা জাহাঙ্গীরের বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানে ১৯৫ জন যুদ্ধাপরাধীদের বিচার করার কথা থাকলেও তা না করে তাদের পুরস্কৃত করা হয়েছে। তাছাড়া দেশের দুই যুদ্ধাপরাধীর ফাঁসির পর দেশটির বিবৃতিই প্রমাণ করে তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না।

বিএনপি-জামায়াত এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এ সময় তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, পৌর মেয়রসহ দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সংগঠনের সভাপতি ও কাজীপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক সরকারের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি ও নাড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাঈল হক, সাংগঠনিক সম্পাদক ও গোসারহাট উপজেলা চেয়ারম্যান সৈয়দ নাসির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দশমিনা উপজেলা চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ও অর্থ সম্পাদক মেঘনা উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এমআইকে/ওএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।