ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে বিএনপির দুই কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
মানিকগঞ্জে বিএনপির দুই কর্মী আটক ফাইল ফটো

মানিকগঞ্জ: নাশকতার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর ও শিবালয় উপজেলা থেকে বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ ডিসেম্বর) রাত থেকে সোমবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন- সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম (৪৮) ও ঘিওর উপজেলার কারজানা গ্রামের বিএনপি কর্মী মাসুম (৩৫)। মাসুমকে শিবালয় উপজেলা থেকে আটক করা হয়।

সোমবার সকাল পৌনে ৯টার দিকে পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হচ্ছে বলেও উল্লেখ করা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।