ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘আইএসের হামলা ইসলামের অগ্রযাত্রাবিরোধী ষড়যন্ত্র’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
‘আইএসের হামলা ইসলামের অগ্রযাত্রাবিরোধী ষড়যন্ত্র’ ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে আইএস বা আইসিস নামে কোনো সংগঠনের অস্তিত্ব নেই জানিয়ে বাংলাদেশ জমিয়াতুল উলামা’র চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, আইএস’র এই হামলা মূলত ইসলামের অগ্রযাত্রার বিরুদ্ধে এক মারাত্মক ষড়যন্ত্র।

সোমবার (৭ ডিসেম্বর ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

‘আইসিস এবং জামায়াত-শিবির ও তাদের দোসরদের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জমিয়াতুল উলামা।

এতে লিখিত বক্তব্য পাঠ করে সংগঠনটির চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, আইএস’র বিষয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা আছে। কেউ বলছেন এখানে আইএস আছে, কেউ অস্বীকার করছেন। আমার মতে, বাংলাদেশে আএস বা আইসিস নামের কোনো সংগঠন সাংগঠনিকভাবে গড়ে উঠেনি। তবে, আইএস মনোভাবাপন্ন কিছু লোক আছে।

মাসঊদ বলেন, তালেবান, উসামা বিন লাদেন সৃষ্টিতে যাদের অবদান, আজকের আইএসও তাদের সৃষ্টি। রাশিয়া আইএস দমনে যতটা উৎসাহী, আমেরিকা চাইলে সেটা অনেক আগেই দমন সম্ভব হতো।

তিনি বলেন, ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে আইএসে নামে উগ্রবাদীরা যে হামলা চালাচ্ছে- এতে করে পৃথিবীর মুসলমানদের শান্তিপূর্ণ সহাবস্থানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আইএস’র এই হামলা মূলত ইসলামের অগ্রযাত্রার বিরুদ্ধে এক মারাত্মক ষড়যন্ত্র।

আইএস দমনের নামে নিরীহ মুসলমানদের ওপর হামলার নিন্দা জানিয়ে মাওলানা মাসঊদ বলেন, আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি, আইএস ও উগ্রপন্থা দমনের নামে হাসপাতালসহ নাগরিক অবস্থানে নিরীহ-নিরস্ত্র নারী ও শিশুদের ওপর যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে মারাত্মকভাবে অস্থির করে তুলছে। আমরা এই নিরস্ত্র মানুষের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানাই।

এসময় তিনি বলেন, যারা ইসলামের নামে ভুল বোঝাবুঝির শিকার হয়ে সন্ত্রাসের প্রতি পা বাড়িয়েছেন, তাদের উদাত্ত আহ্বান জানাই, সন্ত্রাসের পথ ইসলাম কায়েমের পথ নয়। যে পথে আপনারা যাত্রা করেছেন, এ পথ জাহান্নামের পথ। নাজাতের পথ নয়। আপনারা ইসলাম, দেশ-জাতি ও নিজেদের স্বার্থে তওবা করে সঠিক পথে ফিরে আসুন।

এসময় মাওলানা মাসঊদ জামায়াতকে নিষিদ্ধ ও তাদের আর্থিক প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করে জনগণের মালিকানায় আনার দাবি জানান। তিনি বলেন, শুধু ফাঁসিতে ঝুলিয়ে তাদের রোখা যাবে না।

আইএস ও উগ্রাবদী সংগঠনের সঙ্গে ইসলামের সম্পৃক্ততা নেই বোঝাতে জমিয়তে উলামা আগামী দুই মাসের মধ্যে ওলামা বন্ধন ও ওলামা সমাবেশ করবে বলেও ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসইউজে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।