ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

জঙ্গিবাদ নিয়ে দোষারোপের রাজনীতি বন্ধ করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
জঙ্গিবাদ নিয়ে দোষারোপের রাজনীতি বন্ধ করতে হবে ছবি: পিয়াস / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জঙ্গিবাদ নিয়ে দোষারোপের রাজনীতি না করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, বিএনপি সব সময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল।

যে কোনো সন্ত্রাসকে সমর্থন করি না আমরা। অথচ আমাদের বিরুদ্ধে এখন মিথ্যাচার হচ্ছে। যে কোনো জঙ্গিবাদ, উগ্রবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে আমরা অঙ্গীকার বদ্ধ।

সোমবার (০৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ২৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। আতাউর রহমান খান ১৯৯১ সালের এই দিনে বার্ধক্যজনিত কারণে মারা যান। তিনি ১৯০৫ সালে ঢাকার ধামরাই উপজেলার বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

সভায় মওদুদ আহমদ বলেন, গণতন্ত্র না থাকলেই দেশে জঙ্গিবাদের উত্থান হবেই। গণতন্ত্র থাকলে জনগণই তা প্রতিহত করতো।

সরকার ভুল পথে জঙ্গিবাদ মোকাবেলার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, এটি কোনো দলীয় বিষয় নয়, এ নিয়ে দোষারোপের রাজনীতি করা যাবে না। পুলিশ বা অন্য কোনো বাহিনী দিয়েও এটি নির্মূল করা সম্ভব নয়। সবার আগে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।

এতে সভাপত্বি করেন সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন। আরও বক্তব্য রাখেন আতাউর রহমানের ছেলে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।