ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

পঞ্চগড়ে ২ শিবির নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
পঞ্চগড়ে ২ শিবির নেতা গ্রেফতার

পঞ্চগড়: ছাত্র শিবিরের পঞ্চগড় জেলা শাখার কোষাধক্ষ্য মো. বেলাল ইসলাম রুবেল (২৪) ও তেঁতুলিয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নাসির উদ্দিনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকার একটি কম্পিউটার কম্পোজের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।



পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত ওই দুই শিবির নেতা নতুন কর্মী সংগ্রহ ও নাশকতার পরিকল্পনা করছিলেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, সদস্য ভর্তি ফরম এবং তাদের নাম ও পদবী সম্বলিত সিল পাওয়া যায়।

গ্রেফতারকৃত দুই শিবির নেতার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।