ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার সঙ্গে দেখা করলেন রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
খালেদার সঙ্গে দেখা করলেন রিজভী

ঢাকা: বিএনপির চেয়ারপারস খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সদ্য কারামুক্ত দলের যুগ্ম-মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী।
 
সোমবার (০৭ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসায় যান রিজভী।

এ সময় দলের চেয়াপারসনের হাতে ফুলের তোড়া তুলে দেন তিনি।

এর আগে সোমবার সন্ধ্যায় কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পান রুহুল কবির রিজভী।
 
দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে গত ৩ জানুয়ারি রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘অসুস্থ’ হয়ে পড়লে রিজভীকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চারদিনের মাথায় গভীর রাতে সেখান থেকে গোপনে বেরিয়ে যান তিনি।

এরপর অজ্ঞাত স্থান থেকে বিবৃতির মাধ্যমে দলের কর্মসূচি ঘোষণা করে আসছিলেন রিজভী। অবশেষে গত ৩০ জানুয়ারি গভীররাতে বারিধারার এক বাসা থেকে তাকে আটক করে র্যাব।

অবরোধ কর্মসূচি চলাকালে সারাদেশে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় রুহুল কবির রিজভীকে ৩৬টি মামলায় আসামি করা হয়।
 
এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় সোমবার সন্ধ্যায় কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে মুক্তি পান তিনি। মুক্তির কয়েক ঘণ্টা পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় যান রিজভী।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এজেড/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।