ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

গুলশানে চলছে বিএনপির যৌথসভা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
গুলশানে চলছে বিএনপির যৌথসভা

ঢাকা: বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে চলছে দলটির যৌথসভা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ সভা শুরু হয়েছে।



সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু, দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক মজিবুর রহমান সরোয়ারসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।

সভায় আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি কৌশল নির্ধারণ, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের বিষয় নিয়ে আলোচনা হবে বলে দলের একাধিক নেতা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
এমএম/আরএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।