ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে পেট্রোল বোমা-বন্দুকসহ শিবির নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
লক্ষ্মীপুরে পেট্রোল বোমা-বন্দুকসহ শিবির নেতা গ্রেফতার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পাঁচটি পেট্রোল বোমা, একটি দেশি বন্দুক ও তিন রাউন্ড তাজা গুলিসহ অর্ধশত মামলার পলাতক আসামি শিবির নেতা নেয়ামত উল্যাকে (৩০)  গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চর চামিতা এলাকা থেকে চন্দ্রগঞ্জ থানার টহল পুলিশ তাকে আটক করে।



আটক নেয়ামত উল্যা নোয়াখালীর সুধারাম থানার শফিপুর গ্রামের মাওলানা  আবদুর রশিদের ছেলে। তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদের সদস্য ও নোয়াখালী জেলা শিবিরের সাবেক সভাপতি বলে জানিয়েছে সুধারাম থানা পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে জানান, রাতে টহল পুলিশের গাড়ি দেখে তিন যুবক দৌঁড়ে পালায়। এ সময় পুলিশ ধাওয়া করে নেয়ামত উল্যা নামে এক যুবককে আটক করে। পরে তার কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা, বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় অপর দুইজন পালিয়ে যায়।

নোয়াখালীর সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন শিবির নেতা নেয়ামতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় অর্ধ শতাধিত মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫/আপডেট: ১৪৪৯ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।