ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

নুরুন নাহার বেগমের মৃত্যুতে এরশাদের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
নুরুন নাহার বেগমের মৃত্যুতে এরশাদের শোক

ঢাকা: জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়ার মা নুরুন নাহার বেগম (৭৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ।

একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন জাপা চেয়ারম্যান।



আলাদা বিবৃতিতে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতি গভীর শোক প্রকাশ করেছেন।

নুরুন নাহার বেগম মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোরে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, নিউমোনিয়া, ফুসফুস জটিলতাসহ নানা ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুর আগে পাঁচদিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি। পাঁচ ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডায় পারিবারিক কবরস্থানে মঙ্গলবার বাদ আসর তাকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।