ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

গোবিন্দগঞ্জে মেয়র পদে স্বামী-স্ত্রী মুখোমুখি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
গোবিন্দগঞ্জে মেয়র পদে স্বামী-স্ত্রী মুখোমুখি ফারুক আহমেদ ও মঞ্জুরী মোর্শেদা

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ফারুক আহমেদ ও তার স্ত্রী মঞ্জুরী মোর্শেদা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফারুক আহমেদ দলীয় মনোনয়ন পেয়ে ও তার স্ত্রী মঞ্জুরী স্বতস্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।



রোববার (৬ ডিসেম্বর) যাচাই-বাচাইয়ে তাদের দুইজনেরই মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়। স্বামী-স্ত্রীর ভোটযুদ্ধ নিয়ে ভোটারদের মধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে।

এ ব্যাপারে মেয়র প্রার্থী ফারুক আহমেদ বাংলানিউজকে বলেন, আমি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজ করেছি। দলীয় মনোনয়নও পেয়েছি। জনগণ আমার পাশে আছে। তারা মেয়র পদে আমাকে দেখতে চায়।  

এদিকে, তার স্ত্রী পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মঞ্জুরী মোর্শেদা বাংলানিউজকে বলেন, মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছি। এখনও মনোনয়ন প্রত্যাহার করিনি। আগামীতে করবো কি না তা সময়ই বলে দেবে।

অন্যদিকে, কোনো কারণে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল হলে তার স্ত্রী যাতে নির্বাচনে মেয়র পদে লড়তে পারেন সেজন্য তিনি প্রার্থী হয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।

উল্লেখ্য, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র পদে ফারুক আহমেদ ও তার স্ত্রী মঞ্জুরী মোর্শেদা ছাড়াও বর্তমান মেয়র আতাউর রহমান সরকার (আওয়ামী লীগ), আখতার হোসেন জুয়েল (জাতীয় পার্টি), মতিন মোল্লা (ওয়ার্কাস পার্টি), স্বতস্ত্র হিসেবে মুকিতুর রহমান রাফি (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), জাহাঙ্গীর আলম (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), আবুল কালাম আজাদ (জামায়াত) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।