ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে বিএনপি-জামায়াতের ২ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
মানিকগঞ্জে বিএনপি-জামায়াতের ২ কর্মী আটক ফাইল ফটো

মানিকগঞ্জ: নাশকতার অভিযোগে মানিকগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার  (০৯ ডিসেম্বর) ভোর পর্যন্ত সিংগাইর ও ঘিওর উপজেলা থেকে তাদের আটক করা হয়।



আটক কর্মীরা হলেন- জেলার সিংগাইর উপজেলার খাশের চর এলাকার বিএনপি কর্মী খলিল (৪৫) ও ঘিওর উপজেলার তরা এলাকার মৃত সাহেব আলীর ছেলে জামায়াতে কর্মী আব্দুল করিম (৩২)।
 
সকাল ৯টায় জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের বিশেষ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকদের বিষয়টি সর্ম্পকে নিশ্চিত হওয়া গেছে।

আটকদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের আদালতে পাঠানো প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।