ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

নাশকতার মামলায় শমসের মবিনসহ ১২ জনের বিচার শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
নাশকতার মামলায় শমসের মবিনসহ ১২ জনের বিচার শুরু শমসের মবিন চৌধুরী / ফাইল ফটো

ঢাকা: নাশকতা ও পুলিশের কর্তব্য পালনে বাধা দেওয়ার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত।

বুধবার (৯ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান শিশির এ চার্জ গঠন করেন।



আসামিদের চার্জ পড়ে শোনানো হলে, তারা নিজেকে নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেন।

চার্জ গঠনের সময় আসামিদের মামলার দায় থেকে অব্যাহতির আবেদন নাকচ করে দেন তিনি।

চার্জ গঠনের মধ্য দিয়ে শমসের মবিনসহ ১২ জনের বিরুদ্ধে নাশকতার মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন মোস্তফা আহমেদ, মো. ইয়াহিয়া, বাবুল সরদার, সুলতান মাহমুদ, মতিউর রহমান, আকন মো. সুসা কলিমুল্লাহ, আব্দুল আলীম নকি, আবুল কালাম আজাদ, খোকন, কালাম ও তোফায়েল আহমেদ।

এর আগে ২০১০ সালের ২৭ জুন বিরোধী দলের হরতাল চলাকালে গুলশান থানাধীন এলাকায় রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর, পুলিশের কর্তব্য পালনে বাধা ও পুলিশের উপর হামলা চালায় আসামিরা। এসব অভিযোগে ঘটনার দিনই গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মাদ আলী মামলাটি দায়ের করেছিলেন।

এরপর ২০১৪ সালের ৩০ এপ্রিল গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন শমসের মবিনসহ ১২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এমআই/‌এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।