ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

বাগেরহাট জেলা ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
বাগেরহাট জেলা ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

বাগেরহাট: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চিরঞ্জীব বিশ্বাস সানিকে বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে কেন্দ্র।



বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এই তথ্য জানিয়েছেন।

সাইফুর রহমান সোহাগ বলেন, বাগেরহাট পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা খান হাবিবুর রহমানের পক্ষে অবস্থান না নিয়ে দলের বিদ্রোহী প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনা হাসিবুল হাসান শিপনের পক্ষে প্রচারণায় অংশ নেন সানি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সানিকে জেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে দুপুরে সানি বলেন, অব্যাহতির খবর শুনেছি। কিন্তু কেন্দ্র থেকে পাঠানো চিঠি এখনো হাতে পাইনি।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।