ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

ছাতক উপজেলা জামায়াতের আমিরসহ আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
ছাতক উপজেলা জামায়াতের আমিরসহ আটক ৮ ছবি: প্রতীকী

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাখছছুর রহমানসহ দলের আট নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জে দলটির গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।



আটক অন্যরা হলেন- ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি আকবর আলী, ছাতক পৌর জামায়তের আমির অ্যাডভোকেট রেজাউল করিম, জেলা সুরা সদস্য মানা জালাল উদ্দিন, জামায়াত নেতা ফরিদ উদ্দিন, রিয়াজুল ইসলাম তালেব, মিজানুর রহমান ও মনসুর আহমদ।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন জানান, দুপুরে গোবিন্দগঞ্জ এলাকার এক বাড়িতে জামায়াতের গোপন বৈঠক চলছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই আটজনকে আটক করে।

এসময় ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের লিফলেট, বই ও ব্যানার উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।