ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

সাংগঠনিক সম্পাদকদের মাঠে নামার নির্দেশ বিএনপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
সাংগঠনিক সম্পাদকদের মাঠে নামার নির্দেশ বিএনপির

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে দলের সাংগঠনিক সম্পাদকদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
বুধবার (০৯ ডিসেম্বর) গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে একান্ত বৈঠকে এ নির্দেশ দেন তিনি।


 
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বরিশাল বিভাগের মজিবুর রহমান সারোয়ার, খুলনা বিভাগের মসিউর রহমান, রংপুর বিভাগের আসাদুল হাবিব দুলু, চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আসলাম চৌধুরী, সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।
 
এ ছাড়া দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান ও সহ-প্রচার সম্পাদক এমরান সালেহ প্রিন্স বৈঠকে উপস্থিত ছিলেন।
 
বৈঠক সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের তালিকা সাংগঠনিক  সম্পাদকদের হাতে তুলে দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদেরকে মাঠে থাকার নির্দেশ দেন।
 
প্রয়োজন হলে যার যার বিভাগের জেলাগুলোতে সফর করার জন্য সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। একই সঙ্গে দলের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে কথা বলে তাদেরকে নিবৃত করা এবং দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করানোর ব্যাপারে উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন ফখরুল।
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।