ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

পৌরসভা নির্বাচন

বামপন্থি দলগুলোর দুরবস্থা

শামীম খান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
বামপন্থি দলগুলোর দুরবস্থা

ঢাকা: পৌরসভা নির্বাচনে দুরবস্থার মধ্যে রয়েছে দেশের বামপন্থি ও সমমনা রাজনৈতিক দলগুলো। এদের কোনো দলই সব কয়টি পৌরসভায় মেয়র প্রার্থী দিতে পারেনি।

শুধু তাই নয়, দলগুলো যে কয়টি পৌরসভায় মেয়র প্রার্থী দিয়েছে তার সংখ্যা সব মিলিয়ে অর্ধশতও পেরোয়নি।  

আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে ২৩৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের মতো নিজস্ব দলীয় প্রতীক নিয়ে রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ নিচ্ছে। বিদ্রোহী প্রার্থী নিয়েও কোনো কোনো দল হিমশিম খাচ্ছে।

তবে পৌরসভা নির্বাচনে অত্যন্ত করুণ পরিস্থিতি ফুটে উঠেছে দেশের বামপন্থি ও সমমনা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর। এই ব্লকের কয়েকটি দল নির্বাচনে অংশ নিলেও নামমাত্র সংখ্যক পৌরসভায় মেয়র প্রার্থী দিতে পেরেছে তারা। বেশিরভাগ বামপন্থি দল পৌরসভা নির্বাচরে কোনো মেয়র প্রার্থীই দেয়নি।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২৬টি পৌরসভায় মেয়র প্রার্থী দিয়েছে। ১৪ দলের অপর শরিক ওয়ার্কার্স পার্টি মেয়র প্রার্থী দিয়েছে ৯টি পৌরসভায়। জোটের আরেক শরিক দল ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (মোজাফ্‌ফর) মাত্র ১টি পৌরসভায় মেয়র প্রার্থী দিয়েছে।

গত ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে ওয়ার্কার্স পার্টি ও জাসদ। জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে বর্তমানে সংসদে ওয়ার্কার্স পার্টির ৬টি এবং জাসদের ৫টি আসন রয়েছে। এছাড়া সংরক্ষিত নারী আসনে উভয় দলেরই একটি করে আসন রয়েছে।
 
আওয়ামী লীগের নেতৃত্বাধীন এ জোটের বাইরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মাত্র ৪টি পৌরসভায় মেয়র প্রার্থী দিতে পেরেছে। এছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (খালেকুজ্জামান) ১টি পৌরসভায় এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ১টি পৌরসভায় মেয়র প্রার্থী দিয়েছে।

ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিক গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টি, বাসদ (একাংশ) এ দলগুলোর কোনোটিই কোনো পৌরসভায় প্রার্থী দিতে পারেনি। নির্বাচনের মাঠে এ দলগুলো সক্রিয়ও নয় বলে জানা গেছে। ‍

১৪ দলীয় জোটের বাইরে রয়েছে বাসদ (মার্কসবাদী), কয়েকটি বাম দলের জোট গণতান্ত্রিক বাম মোর্চা। এই জোটে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়া অন্য কোনো দলই পৌরসভা নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি।
 
এসব দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনে অংশগ্রহণে ব্যর্থতা বা প্রার্থী দিতে না পারার মূল কারণ হচ্ছে এসব দলের কোনোটির তৃণমূলে সংগঠন নেই। দুই একটি দলের যতটুকু সাংগঠনিক শক্তি আছে তা দিয়ে নির্বাচনী প্রচারে বা প্রতিদ্বন্দ্বিতায় যাওয়ার মতো কোনো অবস্থা নেই।

শহরকেন্দ্রিক গতানুগতিক কিছু কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এসব দলের রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা। কোনো কোনো দল বিভিন্ন ইস্যুতে ঢাকায় রাজপথ সরগরম রাখার চেষ্টা করলেও জেলা-উপজেলা পর্যায়ে তাদের কোনো অস্তিত্ব নেই। ফলে নির্বাচনের মাঠে এসব দলের অবস্থান বলতে গেলে শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে।

দুই একটি দলের কোনো কোনো নেতা ব্যক্তি হিসেবে স্থানীয় পর্যায়ে জনপ্রিয় হলেও অর্থনৈতিক দুর্বলতার কারণে তারা প্রার্থী হননি বলেও জানা গেছে।

এছাড়া ১৪ দলীয় জোটের কোনো কোনো দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে বোঝা যায়, ওই দলগুলো তাকিয়ে ছিলো আওয়ামী লীগের দিকে। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের মতো সমঝোতার ভিত্তিতে দুই একটি পৌরসভায় প্রার্থী দিতে পারলে বিজয় নিশ্চিত করা সম্ভব হতো।

কিন্তু আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় শেষ পর্যন্ত এই দলগুলোর সেই সম্ভাবনাও হারিয়ে ফেলেছে।  

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এসকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।