ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘দেশের পাটশিল্পকে ধ্বংস করেছেন জিয়া, এরশাদ ও খালেদা’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
‘দেশের পাটশিল্পকে ধ্বংস করেছেন জিয়া, এরশাদ ও খালেদা’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বব্যাংকের প্রেসক্রিপশনে জিয়া, এরশাদ ও খালেদা জিয়া বাংলাদেশের পাটশিল্পকে ধ্বংস করেছেন বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আমরা পাটশিল্পের গৌরবময় ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সক্ষম হচ্ছি। আগামী বছর দেশে ৫০ ভাগ বাড়তি পাট উৎপাদন হবে।

এ সময় তিনি আরও জানান, দেশের প্লাস্টিক উৎপাদনকারী কারখানাগুলোর বেআইনি কার্যক্রম বন্ধ ও পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করতে কমিটি গঠন করেছে সরকার।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এসএমএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।