ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

আ’লীগকে কারো গণতন্ত্র শেখানোর প্রয়োজন নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আ’লীগকে কারো গণতন্ত্র শেখানোর প্রয়োজন নেই মাহবুব-উল-আলম হানিফ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, আওয়ামী লীগকে কারো গণতন্ত্র শেখানোর প্রয়োজন নেই। যাদের সামরিক ঘরে জন্ম, তারা যদি নতুন করে গণতন্ত্রের সংজ্ঞা দিতে চাই, এটা হাস্যকর ছাড়া আর কিছু নয়।



হানিফ বলেন, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে “মুক্তি মিত্র” স্মৃতিসৌধ  উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পৌর নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে ব্যাপারে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সব রকম সহায়তা করা হচ্ছে। আমরাও দলীয়ভাবে মাঠ পর্যায়ে সব নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য সহযোগিতা করতে।     

এ সময় উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর শ্রী তথাগত রায়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।