ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনী বালিগাঁও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
ফেনী বালিগাঁও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন

ফেনী: ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।



সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলাল হোসেনকে সভাপতি ও সাইফুল ইসলাম ফয়সালকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে ইমরান হোসেন রিপু ও সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোফাজ্জল হোসেন শাহীন, দপ্তর সম্পাদ রাজিব দাস, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আফাজ উদ্দিন বাবু, সাংস্কৃতিক সম্পাদক মো. শাহাজাহান শাহীন, সমাজসেবা সম্পাদক আমজাদ হোসেন সুমন, ক্রীড়া সম্পাদক মিঠুন শর্মা, পাঠাগার সম্পাদক মোহাম্মদ উল্যাহ, তথ্য ও গবেষণা সম্পাদক ওমর আলী সিদ্দিকী শরীফ, অর্থ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, আইন বিষয়ক সম্পাদক এমদাদুল হক পলাশ, পরিবেশ বিষয়ক সম্পাদক মুরাদ হোসেন বাবু, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওমর আকবর, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নোমান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল হক ভুট্টু ও ত্রাণ-দুর্যোগ বিষয়ক সম্পাদক পদে ইমরান হাছানসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

একইদিন অন্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গোলাম রহমান জিলানীকে সভাপতি ও সাজ্জাদ হোসেন সজিবকে সাধারণ সম্পাদক করে ফরহাদ নগর ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।