ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

হামলা-নির্যাতনের প্রতিবাদে হিন্দু মহাজোটের মানববন্ধন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
হামলা-নির্যাতনের প্রতিবাদে হিন্দু মহাজোটের মানববন্ধন ছবি: প্রতীকী

ঢাকা: কান্তজীর মন্দিরে হামলা, নেত্রকোনায় বারহাট্টায় অর্জুন বিশ্বাসকে হত্যা, ফরিদপুরে অলক সেনের ওপর ও দিনাজপুরের ইসকন মন্দিরে হামলা এবং রবীন্দ্র নাথ রায় সহ কয়েকজন ভক্তকে হত্যার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার দুপুর সাড়ে বারোটায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রেসিডিয়াম সদস্য কালীপদ মজুমদার বক্তব্য রাখেন পরিষদের নেতা মনোজ কুমার মন্ডল, ড. প্রভাষ চন্দ্র রায়, সংগঠনের সহ সভাপতি ড. সোনালী দাস ও মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক প্রমুখ।



বক্তারা জাতীয় সংসদে ৬০টি আসন সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত, সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচন পুনঃপ্রতিষ্ঠা ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার জন্যও সরকারের প্রতি এ সময় দাবি জানান।
 
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।