ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

ভাসানী নির্যাতিত-নিপীড়িত মানুষের কণ্ঠস্বর

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
ভাসানী নির্যাতিত-নিপীড়িত মানুষের কণ্ঠস্বর মওলানা আব্দুল হামিদ খান ভাসানী

ঢাকা: জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী আফ্রো-এশিয়া, ল্যাটিন আমেরিকার নির্যাতিত-নিপীড়িত মানুষের কণ্ঠস্বর ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ ডিসেম্বর) ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে তার বাণীতে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে আমি তার স্মৃতির  প্রতি  গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি।

এ দিনে মওলানা ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।