ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে গুমের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে গুমের অভিযোগ সাইফুজ্জামান সোহাগ

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুজ্জামান সোহাগকে গুম করার অভিযোগ উঠেছে।

বুধবার (০৯ ডিসেম্বর) ৠাব পরিচয়ে মহানগরীর তেরখাদিয়া এলাকার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পরিবারের।

 

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন সোহাগের বাবা আককাসউজ্জামান।

এ ঘটনায় মহানগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৯ ডিসেম্বর রাত ৩টার দিকে ৠাব পরিচয়ে ৬/৭ জন ব্যক্তি তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় সোহাগের বাড়িতে যান। বাড়ির লোকজন দরজা খুলে দিলে পরিচয় দেওয়া সদস্যরা সোহাগের ঘরে ঢুকে তার কাছ থেকে ল্যাপটপ ও মোবাইলের মেমোরি কার্ডসহ ইলেকট্রনিক ডিভাইস চায়। সেগুলো নেওয়ার পরই তারা সোহাগকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এর পরে ৠাব-৫ এর কার্যালয় এবং রাজপাড়া থানায় গিয়েও সোহাগের কোনো হদিস মেলেনি।

সংবাদ সম্মেলনে সোহাগের মা বেগম শিরিনউজ্জামান সাংবাদিকদের বলেন, তার ছেলে যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে শাস্তি দেওয়া হোক। কিন্তু ৠাব পরিচয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে তারা সোহাগের সন্ধান পাচ্ছেন না। ছেলে জীবিত না মৃত তাও জানেন না।

রুয়েট ছাত্রগীগ নেতা সোহাগের মা বেগম শিরিনউজ্জামান সংবাদ সম্মেলন থেকে তার ছেলের সন্ধান পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে মা, বাবা ছাড়াও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।