ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

তিতুমীর কলেজ ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
তিতুমীর কলেজ ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

ঢাকা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপেক্ষ আহত হয়েছেন সাত ছাত্রলীগ কর্মী।



শনিবার (১২ ডিসেম্বর) সকালে ছাত্রলীগের গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন আবু বকর (২০), সুমন (২১), মাইনুদ্দিন (২২), আবু বকর সিদ্দীক (২২), আব্দুল আজিজ (২৩), বিল্লাল হোসেন  (২৪) ও জয় (২০)।

কলেজ সূত্র জানায়, বহিষ্কৃত কলেজ ছাত্রলীগের সহ-সভাপতির সোহেলের অনুসারী ও সাবেক সহ-সভাপতি সানি  সকালে সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে গোপালগঞ্জ গ্রুপের লোকজনদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে।

দলীয় সূত্র জানায়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলেও নিজেকে নেতা দাবি করে কলেজে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন সানি। এ সময় গোপালগঞ্জ গ্রুপের নেতাকর্মীরা তাকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা চালান সানি ও তার সহযোগীরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বাংলানিউজকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ উভয়ের পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫/ আপডেট: ১৫২২ ঘণ্টা
এনএ/এফবি/এমএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।