ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

লক্ষ্মীপুরে ৩ সাংবাদিক কাউন্সিলর প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
লক্ষ্মীপুরে ৩ সাংবাদিক কাউন্সিলর প্রার্থী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি, রায়পুর ও রামগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থানীয় তিন সাংবাদিক কাউন্সিল প্রার্থী হয়েছেন। নির্বাচনে জয়ী হতে তারা এখন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।



তিন কাউন্সিলর প্রার্থী হলেন, রামগতি পৌরসভার চর ডাক্তার ২ নম্বর ওয়ার্ডে থেকে দৈনিক মানবজমিন পত্রিকার রামগতি প্রতিনিধি বর্তমান কাউন্সিলর অপরুপ দাস, রায়পুর পৌরসভার মধুপুর ৫ নম্বর ওয়ার্ডে স্থানীয় মা-মাটি ও মানুষ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী জুয়েল এবং রামগঞ্জ পৌরসভার সাতার পাড়া-নন্দনপুর ৫ নম্বর ওয়ার্ডে ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার জেলা প্রতিনিধি মো. ফারুক হোসেন।

স্থানীয় সূত্র জানায়, তিন প্রার্থী নিজ নির্বাচনী এলাকায় দৌড়-ঝাঁপ শুরু করেছেন। পাশাপাশি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।