ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের বিজয় র‌্যালি শুরু

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আওয়ামী লীগের বিজয় র‌্যালি শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিজয় র‌্যালি শুরু হয়েছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ র‌্যালির উদ্বোধন করেন।



বুধবার (১৬ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে র‌্যালির উদ্বোধন করা হয়। এটি শেষ হবে ধানমণ্ডি-৩২ এ গিয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে মতিয়া চৌধুরী বলেন, পৃথিবী দেখে যাও। এই দেশে যুদ্ধাপরাধীর বিচার হয়েছে। তাদের দণ্ড কার্যকর হয়েছে, হচ্ছে এবং হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন, কিভাবে পদ্মাসেতু করতে হয়।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর হাত আরও শক্তিশালী করতে জনগণের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুস সোবহান গোলাপ, হাজী সেলিম, মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

র‌্যালিতে যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
ইএস/এসআইজে/আরএইচ

** বিজয় মিছিলে মুখরিত পল্টন-প্রেসক্লাব এলাকাও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।