ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আজ আমাদের গর্বের দিন, বেদনারও

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আজ আমাদের গর্বের দিন, বেদনারও ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ মহান বিজয় দিবস, আমাদের গর্বের দিন-আনন্দের দিন। একইসঙ্গে দিনটি আমাদের জন্য বেদনারও।



বুধবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টন বিএনপি কার্যালয় থেকে বের হওয়া বিজয় ৠালির উদ্বোধনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, এদিন আমরা একটি মানচিত্র পেয়েছিলাম, স্বাধীন ভূ-খণ্ড পেয়েছিলাম। তাই মহান বিজয় দিবস আমাদের গর্বের দিন, আনন্দের দিন। কিন্তু স্বাধীনতার ৪৪ বছর পরেও আমাদের এক শ্বাসরুদ্ধকর পরিবেশে বসবাস করতে হচ্ছে।

গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অনৈতিক মুক্তির আন্দোলনে, মানুষের ভোটাধিকার-মৌলিক অধিকার আদায়ের আন্দোলনে অনেককে মৃত্যু বরণ করতে হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, গুম হতে হয়েছে। তাদের স্মরণে দিনটি আমাদের কাছে বেদনারও।

ৠালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মৌচাক, মালিবাগ এলাকা ঘুরে শান্তিপূর্ণভাবে ফের নয়াপল্টন কার্যালয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এসময় জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন হাতে অসংখ্য নেতাকর্মীরা ৠালিতে অংশ নেন।

এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

তবে জোটের অন্যান্য শরিকদলের নেতাকর্মীদের দেখা যায়নি ৠালিতে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এমএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।