ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর মাজারে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
বঙ্গবন্ধুর মাজারে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ: মহান বিজয় দিবসে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খানের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনজাতে অংশ নেন।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সদস্য এস এম আকরাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান বিশ্বাস, টুঙ্গীপাড়া পৌরসভার বর্তমান মেয়র ইলিয়াস হোসেন সরদারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জাতীয় শ্রমিক লীগ, বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বিসিক কর্মচারী লীগ, টুঙ্গীপাড়া পৌরসভা, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।