ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সত্যিকারের ইসলামে সন্ত্রাসবাদের জায়গা নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
সত্যিকারের ইসলামে সন্ত্রাসবাদের জায়গা নেই ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। সত্যিকারের ইসলামে সন্ত্রাসবাদের কোন জায়গা নেই।



তিনি বলেন, আমাদের ভিতরের কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী মানুষের জন্য আমরা ইসলামের প্রকৃত আদর্শ থেকে পিছিয়ে পড়েছি।

প্রতিমন্ত্রী মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় খতীব ও গণশিক্ষার শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় নীতির অপব্যাখ্যা- ব্যক্তিস্বার্থ -ক্ষমতার লোভ এবং বির্ধমীদের ষড়যন্ত্রে আমরা ইসলামের মূল দীক্ষা থেকে সরে এসেছি। সারাবিশ্বের মুসলিম সম্প্রদায় অশান্তি ও হানাহানিপূর্ণ এক দুর্যোগময়  মুহূর্ত পার করছে। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মুসলিম সম্প্রদায় আজ সন্ত্রাসী হিসেবে পরিচিত হচ্ছে।

তিনি বলেন, মুসলিম সম্প্রদায়কে এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এ লক্ষ্যে কাজ করার জন্য তিনি খতীব সম্প্রদায়কে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

শাহরিয়ার আলম বলেন, স্বাধীনতা পরবর্তীকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী শিক্ষার প্রসারে আলিয়া মাদরাসা সম্প্রসারণ করেছিলেন।

তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বীনি শিক্ষার প্রসারে অত্যন্ত আন্তরিক। তার সরকার সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পুন:সংযোজন করেছে এবং ইসলামিক ফাউন্ডেশনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে।

প্রতিমন্ত্রী খতীবদের  জ্ঞান চর্চার পাশাপাশি মানুষের মধ্যে ইসলামের প্রকৃত মূল্যবোধ জাগিয়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমে মানুষ ভালো-মন্দের তফাৎ বুঝতে পারবে, সমাজ থেকে হানাহানিও দূর হবে।

এছাড়া সারাবিশ্বের মুসলিম সম্প্রদায় পারস্পরিক সহযোগিতায় একক দৃঢ় ও  সমৃদ্ধ অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাতটি জেলা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ৭৪০ জন খতীব এবং ইফার কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় এক হাজার ৬৩০ জন উপস্থিত ছিলেন।

রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, খতীবদের পক্ষে রাজশাহী কলেজ জামে মসজিদের খতীব মাওলানা মাকসুদুল্লাহ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল স্বাগত বক্তব্য রাখেন।

পরে বিকেলে প্রতিমন্ত্রী চারঘাট উপজেলার বনকিশোর ফুটবল মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ শেষে বুধিরহাট স্কুল প্রাঙ্গণে চারঘাট উপজেলা যুবলীগের পরিচিতি সভা ও বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।