ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ উদ্দিনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে ডোয়াইল ইউনিয়নের চর হাটবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।



সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সন্ধ্যার পর চর হাটবাড়ী এলাকায় একটি দোকানে চা খাচ্ছিলেন হানিফ উদ্দিন। এ সময় রাস্তার পূর্ব দিক থেকে আসা একটি গুলি তার মাথার পেছনে লাগলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান শুরু হয়েছে। তবে, রাত সাড়ে সাড়ে ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি এবং কি কারণে এ ঘটনা ঘটেছে তাও জানা যায়নি বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫/আপডেটেড: ২০৪৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।