ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে বিএনপির ৩ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টc | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
মানিকগঞ্জে বিএনপির ৩ কর্মী আটক ফাইল ফটো

মানিকগঞ্জ: নাশকতার অভিযোগে মানিকগঞ্জ জেলা শ্রমিকদলের সহ-সভাপতি আশেক আলী ফকিরসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটক বাকি দু’জন হলেন-জেলার সিংগাইর উপজেলার দক্ষিণ মাটিকাটা গ্রামের বিএনপি কর্মী আনু বেপারী (৫৬) ও লুৎফর রহমান (৩৫)।

শনিবার সকাল ৯টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।