ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গফরগাঁওয়ে আধাবেলা হরতাল পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
গফরগাঁওয়ে আধাবেলা হরতাল পালিত

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানায় আওয়ামী লীগ নেতাসহ ৩ জনকে কুপিয়ে আহত করার প্রতিবাদে স্থানীয় কান্দিপাড়া বাজার এলাকায় আধাবেলা হরতাল পালিত হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল পালন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামানের অনুসারীরা।



শনিবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার পাগলা থানার কান্দিপাড়ারা বাজারে উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামানের ছোট ভাই আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান, বাবু মন্ডল ও আলী আকবরকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাদেরকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মনিরুজ্জামান বলেন, স্থানীয় সন্ত্রাসী রুবেল, রফিক, কামাল ও খায়রল আমার ছোট ভাই ও স্থানীয় দুই নেতাকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনার প্রতিবাদেই সোমবার কান্দিপাড়া বাজারে আধাবেলা শান্তিপূর্ণ হরতাল পালিত হয়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বলেন, দু’পক্ষের মারামারির ঘটনায় একপক্ষ আধাবেলা হরতাল ডেকেছিল। কিন্তু এ বাজারে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। কোনো হরতাল হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।