ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পলাশবাড়ী বিএনপির সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
পলাশবাড়ী বিএনপির সভাপতি গ্রেফতার ছবি : প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ ওরফে মারো সামাদকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (বিকেলে) বিকেলে স্থানীয় কোমরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।



আব্দুস সামাদ উপজেলার বরিশাল ইউনিয়নের সর্বাঙ্গ ভাদুরিয়া গ্রামের আফসার আলীর ছেলে।

পলাশবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) আবু মুছা বাংলানিউজকে বলেন, বিএনপি নেতা আব্দুস সামাদের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে। ওই সব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।