ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদার বিরুদ্ধে মামলায় চালক সংগ্রাম দলের নিন্দা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
খালেদার বিরুদ্ধে মামলায় চালক সংগ্রাম দলের নিন্দা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে দায়ের করা মামলাকে মিথ্যা উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক সংগ্রাম দলের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এম এইচ (মনির) এ নিন্দা জানান।



তিনি বলেন, বিএনপি চেয়ারপাসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের নেত্রীর নামে এই মামলা মিথ্যা।

যা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

সরকার দেশের উন্নয়ের নামে, মানুষের পকেটের টাকা হরণ করছে উল্লেখ করে এম এইচ (মনির) আরও বলেন, উন্নয়নের নাম করে দেশের তৃণমূল মানুষের ওপর অন্যায়ভাবে গুম, খুন, হত্যা, নির্যাতন বিভিন্নভাবে চালানো হচ্ছে। অন্যদিকে মানুষের ভোটের অধিকার নেই। এসবের জবাব জনগণ দেবে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।