ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে আ’লীগের ৩ মেয়রকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
জয়পুরহাটে আ’লীগের ৩ মেয়রকে সংবর্ধনা

জয়পুরহাট: জয়পুরহাট সদরসহ কালাই ও আক্কেলপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, হালিমুল আলম জন ও গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে সংবর্ধনা দিয়েছেন স্থানীয় সরকার নির্বাচন কমিটির নেতারা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ সংবর্ধনা দেওয়া হয়।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার নির্বাচন কমিটির চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক এসএম সোলায়মান আলী।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোমিন আহমেদ চৌধুরী, গোলাম হক্কানী, রাজা চৌধুরী ও তিন পৌরসভার নব-নির্বাচিত মেয়র।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।