ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কাশিমপুর কারাগারে এ্যানী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
কাশিমপুর কারাগারে এ্যানী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী / ফাইল ফটো

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-২ এ বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে হস্তান্তর করা হয়েছে।
   
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে হস্তান্তর করা হয়।



কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বাংলানিউজকে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে এ্যানীকে কাশিমপুর কারাগার পার্ট-২ আনা হয়।

এর আগে বৃহস্পতিবার ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

কিন্তু জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৯,  ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।