ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনী কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
ফেনী কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেণী: ‘বাঁচলো কৃষক বাঁচলো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ফেনী জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ফেনী শহরের মিজান রোডের জহির রায়হান মিলনায়তন মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।



ফেনী পৌর কৃষক লীগের আহ্বায়ক আবদুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি মো. মোতাহের হোসেন মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন কৃষক লীগের সহ-সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল হক রেজা, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও অ্যাডভোকেট উম্মে কুলসুম।

সম্মেলনের উদ্বোধন করেন ফেনী জেলা কৃষক লীগের সভাপতি জামাল উদ্দিন ছট্টু। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম গীটার৷

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।