ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে খালার জানাজায় অংশ নিলেন রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
রাজশাহীতে খালার জানাজায় অংশ নিলেন রিজভী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে খালার জানাজায় অংশ নিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৩০ জানুয়ারি) বাদ আসর টিকাপাড়ায় অবস্থিত মহানগর ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

পরে মহানগরীর টিকাপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

এর আগে রুহুল কবির রিজভীর খালা রাহাতুন নেসা রাতু বার্ধক্যজনিত কারণে শুক্রবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মহানগরীর সাধুর মোড়ের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে মোস্তাফিজুর রহমান মুন্নু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য।
 
মরহুমার জানাজার নামাজে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য শাহিন শওকত, আবু সাঈদ চাঁদ, মতিউর রহমান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, মহানগর সহ-সভাপতি সাইদুর রহমান পিন্টু, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তপু, মাইনুল আহসান পান্না, যুগ্ম সম্পাদক সৈয়দ মো. মহসীন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, জেলা বিএনপির দফতর সম্পাদক গোলাম মোস্তফা মামুন, মহানগর ছাত্রদল সভাপতি মোস্তাফিজুর রহমান রিটন, জেলা সভাপতি শফিকুল ইসলাম সমাপ্ত, সাধারণ সম্পাদক ওয়ালিউজ্জামান পরাগ প্রমুখ।

এদিকে, মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- বিএনপির যুগ্ম মহাসচিব, মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর বিএনপির সহ-সভাপতি ফজলে এলাহী বাবন, জানে আলম, আশরাফ জামান আব্বু, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী, যুবদলের সদস্য ওয়ালিউল হক রানাসহ অঙ্গসংগঠনের নেতারা।

নেতারা মরহুমার রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।