ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

এ্যানির মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
এ্যানির মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তির দাবিতে সমাবেশ করেছে লক্ষ্মীপুর জেলা বিএনপি।

রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যাগে দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু। বক্তব্য রাখেন সহ-সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন।

সমাবেশে বক্তারা অবিলম্বে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে দায়ের মামলাগুলো প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি করেন।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।