ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদার সঙ্গে ঢাকা বার নির্বাচন প্রার্থীদের সাক্ষা‍ৎ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
খালেদার সঙ্গে ঢাকা বার নির্বাচন প্রার্থীদের সাক্ষা‍ৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: দক্ষিণ এশিয়ার বৃহত্তম বার খ্যাত ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন আইনজীবী নেতারা।

সোমবার (পহেলা ফেব্রুয়ারি) রাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।



এসময় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, স্থায়ী কমিটির সদস্য  নজরুল ইসলাম খান, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম, অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, সমিতির বর্তমান সভাপতি মাসুদ আহমেদ তালুকদারসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আগামী বুধ (২৫ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০১৫-১৬ বর্ষের কার্যকরী পরিষদের এই নির্বাচনে ২৫টি পদে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দশটি সম্পাদকীয় পদের বিপরীতে ২৬ জন এবং ১৫টি সদস্য পদের বিপরীতে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এবারের নির্বাচনে ১৫ হাজার ৩৭২ জন বৈধ ভোটারের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এমএম/একে/এটি

** ঢাকা বারের নির্বাচন বুধ ও বৃহস্পতিবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।