ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদাকে রাজনীতি থেকে দূরে সরাতেই মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
খালেদাকে রাজনীতি থেকে দূরে সরাতেই মামলা ছবি : রাজিব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মিথ্যা ও কাল্পনিক রাষ্ট্রদোহ মামলা দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নাল আবদিন ফারুক।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।



খালেদাকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে অভিযোগ করে জয়নাল আবদিন ফারুক বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তাতে রাষ্ট্রদ্রোহের কিছু নেই। তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন একটি মামলা। যত মামলাই দেওয়া হোক, খালেদা জিয়া ভাঙবেনও না মচকাবেনও না ।

সরকারের সব কার্যক্রম অবৈধ উল্লেখ করে তিনি বলেন, অবৈধ সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আজ দেশের মানুষের স্বাধীনতা নেই, মানববন্ধনে তাদের কাছে মামলা প্রত্যাহারের দাবি জানানোর কিছু নেই। এই মামলা দিয়ে তারা দেশনেত্রীর কিছুই করতে পারবে না।

আয়োজক সংগঠনের সভাপতি কাজী রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির উপ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতউল্লাহ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) হানিফ, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মো. আনোয়ার, মহিলাদলের সহ সভাপতি শাহানা কবীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এইচআর/এএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।