ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যশোরে যুবলীগ কর্মী হত্যায় জড়িত সন্দেহে আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
যশোরে যুবলীগ কর্মী হত্যায় জড়িত সন্দেহে আটক ৬

যশোর: যশোরে যুবলীগ কর্মী মানিক (২৭) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছয় জনকে আটক করেছে পুলিশ।  
 
বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকালে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


 
আটক ব্যক্তিরা হলেন- যশোর শহরের পুরাতন কাজীপাড়ার ইয়াসিন মোহাম্মদ ওরফে কাজল (২৪), একই এলাকার হাফিজুর রহমান (২০), ডাবলু (২২), মনি শেখ (২৮), শরিফুল ইসলাম (২৫) ও হিমেল ইসলাম ওরফে নয়ন (১৯)।  
 
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস আলী ছয় জন আটকের বিষয়টি নিশ্চিত করে বিকেলে বাংলানিউজকে বলেন, হত্যার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।  

এর আগে, মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যুবলীগ কর্মী মানিককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ সময় যুবলীগের আরও তিন কর্মী আহত হন।  
 
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬     
এমজেড/

** যশোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, আহত ৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।