ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দেশের স্বার্থে জাতীয় ঐক্যের আহ্বান ফখরুলের

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
দেশের স্বার্থে জাতীয় ঐক্যের আহ্বান ফখরুলের মির্জা ফখরুল ইসলাম

ঢাকা: দেশের স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টিতে গুরুত্বারোপের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ ফেব্রুয়ারি) এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।



'ক্রিকেট অঙ্গন' নামে একটি সংগঠন এ স্মরণসভার আয়োজন করে।

স্মরণসভায় মির্জা ফখরুল বলেন, দেশে এখন বিভক্ত রাজনীতির সংস্কৃতি চলছে। ক্রীড়াঙ্গনসহ সমাজের সব স্তরে তা ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সহ-সভাপতি নুরুল কবির শাহীন সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ক্রিকেট অঙ্গন’র সাধারণ সম্পাদক জামিল উদ্দিন, ক্রীড়া সংগঠক মো. মোজাফ্ফর, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এমএম/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।