ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতার শাশুড়ির মৃত্যুতে ফখরুলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
বিএনপি নেতার শাশুড়ির মৃত্যুতে ফখরুলের শোক মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের শাশুড়ি লুৎফা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ শোক জানান।



বুধবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন লুৎফা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মির্জা ফখরুল বলেন, এলাকার মানুষের কাছে পরোপকারী ও ধর্মপ্রাণ নারী হিসেবে মরহুমা লুৎফা বেগম অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। “মরহুমার এলাকাবাসীর মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ”

ফখরুল মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।