ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শৈলকুপা উপজেলা ছাত্রদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
শৈলকুপা উপজেলা ছাত্রদল নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

ঝিনাইদহ: নাশকতার মামলায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরীকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।



তিনি পাইকপাড়া গ্রামের লুৎফর রহমান চৌধুরীর ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক বাংলানিউজকে জানান, নাশকতার মামলায় দীর্ঘদিন জাহিদুল পলাতক ছিলেন জাহিদুল। গোপন সংবাদের ভিত্তিতে  জাহিদুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।