ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

টিসিএ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
টিসিএ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএ) কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কাঁঠালবাগানে সি আর দত্ত রোডে সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতিকৃতি স্থাপন করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন।



অনুষ্ঠানের প্রধান অতিথি আশরাফুল আলম খোকন বলেন, ক্যামেরা সাংবাদিকরা শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করে আরেকটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। যারা জাতির জনককে বিতর্কিত করতে চায়, ইতিহাস থেকে মুছে ফেলতে চায়, সেইসব ইতিহাস বিকৃতিকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের এই ভূমিকা দৃষ্টান্ত হয়ে থাকবে।

এসময় সংগঠনের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহে আলম জেমসসহ কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।