ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘একুশে ফেব্রুয়ারি ফ্যাশনে পরিণত হয়েছে’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
‘একুশে ফেব্রুয়ারি ফ্যাশনে পরিণত হয়েছে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে চেতনায় একুশে ফেব্রুয়ারির জন্ম হয়েছে, তা আজ কপটতা, ব্যবসা, উৎসব আর ফ্যাশনে পরিণত হয়েছে। ভাষাকে আজ বিকৃত করা হচ্ছে।



সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বিএনপি অায়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনায় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যাদের কারণে আমরা মায়ের ভাষা ফিরে পেয়েছি, একটি স্বাধীন দেশ পেয়েছি। তাদের কথা মানুষ এখন জানতে পারে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, স্বাধীনতার মূল বীজ ছিল একুশে ফেব্রুয়ারি। আমরা যে ভূখণ্ডে বাস করছি। তার সূত্রপাত্র ভাষা আন্দোলনের মাধ্যমেই হয়েছে।

ফখরুল বলেন, `ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য ছিল, মানুষের মৌলিক অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করা। কিন্তু এতো বছর পরে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। ‘

গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে নতুন করে আন্দোলন দরকার বলেও জানান তিনি।

মানুষের সব অধিকার ফিরিয়ে আনার জন্য জাতীয়তাবাদী আদর্শের সবাইকে শপথ নেওয়া আহ্বান জানান বিএনপির এ নেতা।

বাংলাদেশ: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এমএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।