ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

তেঁতুলিয়ায় ৩৫৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
তেঁতুলিয়ায় ৩৫৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পঞ্চগড়: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমাদানের শেষ সময় সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত মোট ৩৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।



সাত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২৯ জন, সদস্য পদে ২৫০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোয়নপত্র জমাদানকারী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পাঁচজন এবং বিএনপির ছয়জন রয়েছেন।

প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ০২ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ০৩ মার্চ। ২২ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬      
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।